Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

এইচএসসি ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অপহরণের পর টানা ৪ দিন আটকে ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৮, ০৪:৪৩ PM আপডেট: ১০ জুলাই ২০১৮, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং নারী ডেস্ক:

নারায়ণগঞ্জ বন্দরে এইচএসসি ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় গতকাল সোমবার দুপুরে বখাটে উজ্জ্বল ওরফে শাকিব(২৩)কে আসামি করে মামলা করেন ধর্ষিতার মা মিনআরা বেগম। ধর্ষিত সেই শিক্ষার্থী বন্দরের বালুচর এলাকার লিয়াকত আলির কন্যা। মীরকুন্ডী উচ্চ বিদ্যালয়ের থেকে  এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

মিনআরা বেগমের কাছ থেকে জানা যায়, বন্দর জিওধরা এলাকার আমিনউদ্দিনের ছেলে উজ্জ্বল ওরফে শাকিব স্কুলে আসা-যাওয়ার সময়ে তার মেয়েকে উত্ত্যক্ত করতো। কলেজে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে  তার মেয়ে গত ৪ঠা জুলাই সকালে বাড়ি থেকে বের হয়।

বালুচর এলাকার মজিবুর রহমানের দোকানে পৌঁছালে শাকিবসহ ২-৩ জন মিলে মেয়েকে সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ শাকিবের বড় ভাইয়ের শ্বশুর  বাড়িতে নিয়ে ৪দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। গত শনিবার সুযোগ পেয়ে সেই শিক্ষার্থী কৌশলে সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে ঘটনা জানালে তার পরিবার থেকে মামলা করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মণ্ডল জানান, ধর্ষণের ঘটনায় মামালা নেয়া হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview