Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

৩০ বছরের ভাতার টাকা জমিয়ে স্বামীর নামে মসজিদ বানালেন স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৮, ০৬:৩৬ PM
আপডেট: ১১ জুন ২০১৮, ০৬:৩৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

ভালোবাসার মানুষকে স্মরণ করে রাখতে অনেকেই অনেক কিছু করে। এমন অনেক নিদের্শন আমরা দেখেছি। স্ত্রীকে ভালোবেসে তার স্মৃতি অমর রাখতে তাজমহল বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। কিন্তু কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবেসে তার জন্য মসজিদ বানিয়েছেন এমন ঘটনা শুধু বিরল নয়, বরং আশ্চর্যজনক। তেমনই এক ঘটনা ঘটেছে সৌদি আরব। এক নারী তার মৃত স্বামীর ৩০ বছরের অবসর ভাতা জমিয়ে স্বামীর নামে একটি মসজিদ বানিয়েছেন। 

১১ জুন, সোমবার ওই নারীর ছেলে মোহাম্মদ আল হারবি টুইটারে এমন এক ছবি প্রকাশ করেছেন।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, তার মা নতুন ওই মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। ছবির নিচে আল হারবি লিখেন, তুমি কত মহৎ, মা...তুমি কখনো আমার মৃত বাবার অবসর ভাতা ভোগ করোনি। আমার বাবার নামে মসজিদ বানানোর আগ পর্যন্ত গেল ৩০ বছর ধরে এই টাকা জমিয়েছো। আমার বাবা শান্তিতে থাকুন ও আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’

আল হারবি ওই টুইট করার কয়েক ঘণ্টার মধ্যে সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Bootstrap Image Preview