Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ক্যাম্পিং এ গিয়ে নাবালকের সাথে ঘনিষ্ঠ নারী, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ২১ মার্চ ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

ক্যাম্পিং ট্রিপে গিয়ে ফুলে ফেঁপে ওঠা নদীর স্রোতে ভেসেই যাচ্ছিল ছেলেটি। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার করতে গিয়ে দেখেন, কিশোর ছেলেটিকে দিয়ে দৈহিক সম্পর্কে জড়াতে বাধ্য করছেন ২৪ বছর বয়সী এক নারী। 

নদীর পানি যে বিপজ্জনকভাবে বাড়ছে, সেদিকে ভ্রুক্ষেপই নেই। কার্যত মৃত্যুর মুখে। যৌন হয়রানির অপরাধে দুই বছরের জেল হয়েছে ওই নারী।

নর্থ ওয়েলসের বাসিন্দা রিয়ানন স্কট পুলিশের জেরার মুখে জানিয়েছেন, একটি অনলাইন গেম খেলার সময়ই পরিচয় হয় ওই কিশোরের সাথে। তারপর থেকে চ্যাট হত তাদের মধ্যে। একদিন দেখা করে। গত দু'বছর ধরেই দৈহিক সম্পর্ক চলছে তাদের। কিশোরের চ্যাট বক্সে দেখা গেছে, একে অপরকে নানা উত্তেজক ছবি পাঠিয়েছে তারা।

ক্যাম্পিং ট্রিপে নদীর ধারে ক্যাম্প খাটানো হয়েছিল। নদীর পানি হঠাৎ যখন বাড়তে শুরু করে, সকলে নিরাপদ স্থানে চলে গেলেও স্কট ও ওই কিশোর তখন ক্যাম্পেই। দীর্ঘক্ষণ হেলিকপ্টারে উদ্ধারের চেষ্টা করেও লাভ হয়নি। বিপর্যয় মোকাবিলা বাহিনী শেষ পর্যন্ত ঢুকে পড়ে ক্যাম্পে। সেখানেই দেখে, ঘনিষ্ঠ অবস্থায় তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীর মানসিক সমস্যা রয়েছে। আপাতত সে জেল হাজতে।

Bootstrap Image Preview