Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০১৮ | ৯ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

হকিংয়ের নোবেল না পাওয়া কারণ...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৮, ০৩:০২ PM আপডেট: ১৪ মার্চ ২০১৮, ০৩:০৩ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

বিজ্ঞানের সাধনায় স্টিফেন হর্কি নিজেকে উৎসর্গ করে আবিষ্কার করেছিলেন ‘ব্ল্যাক হোলস আর মর্টাল’ তথ্য, কিন্তু তার এ তত্ত্ব প্রমাণ করা সম্ভব হয়নি। তাই তিনি পাননি নোবেল পুরস্কার।

ন্যাশনাল জিওগ্রফিক পত্রিকায় দ্য সায়েন্স অফ লিবার্টির লেখক টিমথি ফেরিস এর ব্যাখ্যা দিয়ে লিখেছিলেন, যদিও থিওরিটিকাল ফিজিক্সে এখন তার ব্ল্যাক হোলস আর মর্টাল থিওরি তর্কহীনভাবেই প্রতিষ্ঠিত, তবুও তার এই তত্ত্ব প্রমাণ করার কোনও উপায় ছিল না। যদি কোনওভাবে সেই তত্ত্ব প্রমাণ করা যেত তাহলে হয়তো তিনি নোবেল পেতেন। ফেরিস বলেন, এই তত্ত্ব প্রমাণ করা বর্তমানে প্রায় অসম্ভবই। তারার আকারের প্রথম ব্ল্যাক হোল বিস্ফোরণের এখনও কয়েক লাখ কোটি বছর বাকি রয়েছে।

প্রমাণের অভাবে ঠিক একই কারণে ১৯৬৪ সালে পিটার হিগস ‘হিগস বোসন’ তত্ত্বের জন্যে নোবেল পাননি। দীর্ঘ ৪৯ বছর পরে সার্ন এই তত্ত্বকে প্রমাণ করার পরই ২০১৩ সালে ফ্রাঁসোয়া এঙ্গলাটের সঙ্গে যৌথভাবে পিটার হিগস নোবেল পান।

Bootstrap Image Preview