Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পানিতে মাছের চুম্বনের লড়াই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১০:৩০ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১০:৩০ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

জীবনে চুমু খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বলা হয়ে থাকে স্বর্গ থেকে আসে ভালোবাসা আবার স্বর্গেই চলে যায়। আর ভালোবাসার কথা বললে অবধারিতভাবেই চুমুর কথা এসে পড়বে।

সঙ্গিনীর প্রতি ভালোবাসা প্রকাশের আদি এবং অকৃত্রিম মাধ্যমটির নাম যে চুম্বন – সেই বিষয়ে কেউই দ্বিমত করবেন না।

তবে চুম্বন কেবল মানুষের দখলে নয়। পশুদের দুনিয়াতেও চুম্বনের নানা দৃশ্য দেখা যায়।

তবে তা সবসময় ভালোবাসার নয়। অনেক সময় লড়াইয়েরও। তেমনই এক চুম্বনের লড়াই ধরা পড়েছে এই ছবিতে। দুই মাছের লড়াই।

Bootstrap Image Preview