Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বহুতল ভবনের কার্নিশে উল্টো ঝুলছে ৩ বছরের জীবন্ত শিশু, অতঃপর...(ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৮, ০৮:১৫ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

বহুতল ভবনের জানালা থেকে পড়ে একেবারে কার্নিশে আটকে গিয়েছিল তিন বছর বয়সের ছোট শিশু। বাড়িতে ঘটনার সময় কেউ ছিল না। এমন সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় এক দোকানি।

ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝাউতে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির বাবা কর্মস্থলে ছিলেন। তার মা কেনাকাটা করতে বাইরে গিয়েছিলেন। এ সময়েই হঠাৎ জানালা দিয়ে কার্নিশে পড়ে যায় শিশুটি। দোকানী মি. হাং শিশুটিকে কার্নিশে পড়তে দেখে দ্রুত তিন তলার পাশের ফ্ল্যাটে যান। এরপর সেখান থেকে তার ফ্ল্যাটে গিয়ে কোনো পুলিশ বা দমকল কর্মী আসার আগেই উল্টো হয়ে শিশুটিকে উদ্ধার করেন।

৪৪ বছর বয়সী দোকানী মি. হাং শিশুটিকে উদ্ধার করার জন্য সেই ফ্ল্যাটে যান একেবারে বাইরে দিয়ে। উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মা চলে আসেন এবং শিশুটিকে কোলে নেন। তার কোনো আঘাত লাগেনি বলেও জানান তিনি।

ভিডিও-

https://youtu.be/E79Nlkhdp6Y
Bootstrap Image Preview