Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৮ | ৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পৃথিবীর সবচেয়ে বড় ডুবন্ত গুহার সন্ধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৮, ০৯:৫৫ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৮, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ

মেক্সিকোতে পৃথিবীর সবচেয়ে বড় ডুবন্ত গুহার সন্ধান পাওয়া গেছে। মায়া সভ্যতার ইতিহাসে এটি এক নতুন দিশা দেখিয়েছে। 

মেক্সিকোর পূর্বে একজন ডুবুরি এই গুহাটি আবিষ্কার করেছেন। পৃথিবীতে এখন এটিই সমুদ্রের তলদেশে সবচেয়ে বড় গুহা। ইউকাতান পেনিনসুলার তলদেশে যা আছে, তা খতিয়ে দেখা ও সংরক্ষণ নিয়ে একটি প্রজেক্ট হচ্ছে। নাম গ্রান অ্যাকিউফেরো মায়া (GAM)৷ এই প্রজেক্টের কাজ করার সময়ই গুহাটি আবিষ্কৃত হয়।

এই গুহার দৈর্ঘ্য ৩৪৭ কিলোমিটার বলে জানানো হয়েছে।

এর আগে, তুলুম বিচ রিসর্টের কাছে স্যাক অ্যাক্টন নামে একটি গুহার সন্ধান পাওয়া যায়। তার দৈর্ঘ্য ছিল ২৬৩ কিলোমিটার। আরও এক গুহা দস ওজোসের দৈর্ঘ্য ৮৩ কিলোমিটার। জানিয়েছে গ্রান অ্যাকিউফেরো মায়া। ফলে স্যাক অ্যাক্টন ছাপিয়ে গিয়েছে দস ওজোসকে।

গ্রান অ্যাকিউফেরো মায়া ডিরেক্টর ও আন্ডারওয়াটার আর্কিওলজিস্ট গুয়েলিরমো দে আনদা জানিয়েছেন, স্পেন এই জায়গা দখলের আগে জায়গাটি মায়া সভ্যতার অন্তর্গত ছিল। এই গুহার সন্ধান পাওয়ার পর মায়া সংস্কৃতি ও সভ্যতা নিয়ে একটা নতুন দিক খুলে গেল। তাদের ধর্মানুষ্ঠান, তীর্থস্থান এবং এই জাতীয় তথ্য আরও বর্ধিত হবে।

Bootstrap Image Preview