Bootstrap Image Preview
ঢাকা, ১৫ সোমবার, অক্টোবার ২০১৮ | ৩০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পানি ছাড়াই গোসল করলেন এই যুবক, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮, ০৪:৩৬ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৮, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

শীতকালে গোসলের নাম শুনলেই অনেকেই ভয় পান।  অনেকে তো শীতে কাবু হয়ে পণ করে বসেন। আর শীতের মাত্রা যত বাড়তে থাকে গোসল ও পানির সংস্পর্শে যাওয়া মানুষের ততোই কমতে থাকে।

অনেকে তো শীতে কাবু হয়ে পণ করে বসেন। এই শীতে সূর্যের দেখা না পাওয়া পর্যন্ত গোসল নয়। কিন্তু এবার ঠিকই এভাবে গোসল করতে চাইবেন অনেকে কারণ গোসল করতে তো আর পানি লাগছে না। তাই ঠাণ্ডারও ভয় নেই।

সম্প্রতি পানি ছাড়াই গোসল করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ভারতের।

‘ধরি মাছ, না ছুঁই পানি' যারা বোঝেন, তারা ঠিকই বুঝবেন, পানি ছাড়া গোসল করার অর্থ কী!লোক দেখানো ভড়ং, রীতিনীতি, আচার-আচরণ – যাতে সাপও মরে না, আবার লাঠিও ভাঙে না; ঝড়ে কাক না পড়লেও, ফকিরের কেরামতি ঠিকই বাড়ে।

ভিডিও-

https://youtu.be/sK4KuS0L-RM
Bootstrap Image Preview