Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরে প্রথমবার আকাশে ধরা পড়ল ইউএফও (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ০৮:২৯ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ০৮:২৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

নতুন বছরে এই প্রথমবার ইউএফও-র মত কোনও বস্তু ধরা পড়ল ক্যামেরায়। মেক্সিকোর আকাশে দেখা গিয়েছে এই অদ্ভুত দৃশ্য। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। মোবাইলে তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লম্বাটে একটি বস্তু ঝুলে আছে আকাশে।

মেক্সিকোর বাজা শহরের আকাশে ঘুরপাক খেতে দেখা গিয়েছে ওই অদ্ভুত বস্তুকে। লম্বাটে আকৃতির এই আজব বস্তুটি বেশ কিছুক্ষণ ধরে চষে বেড়ায় রাতের আকাশে।

মোবাইল ক্যামেরায় বন্দি হওয়া ভিডিওর সূত্র ধরে অনেকেই দাবি করছেন- এটি ইউএফও। যদিও ভিডিওটি খুব একটা পরিষ্কার নয়, এবং জুম করেও রেকর্ড করা হয়নি তাই সঠিকভাবে এখনই কিছু বলা সম্ভব নয়।

ইউএফও বিশেষজ্ঞ পেড্রো র‍্যামিরেজ বলেছেন, এটিই ২০১৮ সালের প্রথম দেখা ইউএফও।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি জানান, ”২০১৭ সালের শেষ দু’মাসে প্রচুর ইউএফও দেখা যাওয়ার খবর পাওয়া গিয়েছে এবং আগামিদিনে এই সংখ্যা আরও বাড়বে।”

তিনি আরও জানান, ”নাসা এবং স্পেস এক্স-এর নতুন স্যাটেলাইট স্টেশন এত বেড়ে যাওয়ার জন্য ইউএফও বেশি সংখ্যায় দৃশ্যমান হবে। আমরাও যেমন বিভিন্ন ভাবে ওদের উপর নজর রাখি, ঠিক তেমনি তারাও আমাদের উপরে নজর রাখছে।” ইতিমধ্যে এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

https://youtu.be/hHli1Aof69Y
Bootstrap Image Preview