Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, নভেম্বার ২০১৮ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়ি লোকনাথ পূজা উপলক্ষে চতুষ প্রহর ব্যাপী তারকভ্রম্ম মহানামযজ্ঞ অনুষ্টান সম্পন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৭, ০৭:০৮ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭, ০৭:০৮ PM

bdmorning Image Preview


মনজুর হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার উত্তর সুয়াবিলে লোকনাথ পূজা উপলক্ষে চতুষ প্রহর ব্যাপী তারকভ্রম্ম মহানামযজ্ঞ অনুষ্টান সম্পন্ন হয়েছে। গত (২৭ ও ২৮ ডিসেম্বর) উপজেলার ভূজপুর থানাধীন উত্তর সুয়াবিলের সুনীল মাষ্টারের বাড়ী প্রাঙ্গনে পূজা, অর্চনা পালন করা হয়। এ অনুষ্ঠানে দুর-দূরান্ত থেকে শত শত হিন্দু ধর্মাবলম্বীরা ছুটে আসেন। ছবি চক্রবর্ত্তী, নুপুর চক্রবর্ত্তী ও চিনু চক্রবর্তীর আয়োজনে মহানামযজ্ঞ অনুষ্টানের মধ্যে ছিল তারক মহানামযজ্ঞের শুভ অধিবাস ও নাম সুদা পরিবেশন। শুভ অধিবাস কীত্তনে পৌরহিত্য করেন, হাটহাজারী চন্দ্রপুর সনাতন পল্লী ব্রাম্মনপাড়ার শ্রী আশুতোষ চক্রবর্তী। অধিবাস কীত্তন পরিবেশনায় ছিলেন হাটহাজারী চন্দ্রপুর সনাতন পল্লী ব্রাম্মনপাড়ার শ্রী অঞ্জন চক্রবর্তী ও তারদল। নাম সুদা পরিবেশন করেন সত্যনারায়ন মন্দির সম্প্রদায় হাটহাজারী, জগতনাথ সম্প্রদায় পটিয়া ও নব শ্রীবাস সম্প্রদায় সাতক্ষীরা।
Bootstrap Image Preview