Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

অবশেষে গাঁজার পক্ষেই অবস্থান নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৭, ০৫:১৯ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭, ০৫:১৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

বহু পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে গাঁজার পক্ষেই অবস্থান নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, মারাত্মক মাদক গাঁজা বা মারিজুয়ানার মধ্যেও আছে প্রকারভেদ। এই মারিজুয়ানা মাদকের মধ্যে মেডিক্যাল মারিজুয়ানা ক্যানাবিডিওল বা সিবিডি মোটেই ক্ষতিকারক নয়। বরং রোগীর পক্ষে আরামপ্রদ।

শুক্রবার প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে সংস্থাটি।

দীর্ঘ দিন ধরেই সিবিডির কার্যকরিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, ক্যান্সার, পক্ষাঘাত, অ্যালঝাইমার, পার্কিনসন্সের মতো রোগে চমৎকার কাজ দেয় সিবিডি। এর নিয়মিত ব্যবহার রোগীকে আরাম দেয় এবং তাকে এই ওষুধের প্রতি নেশাগ্রস্তও করে না।

এদিনের ঐ রিপোর্টে ফেন্টানিল নামে একটি সিন্থেটিক ওপিওড বা ওষুধ ব্যবহারে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমেরিকায় এই ওষুধ নিয়ে বহু লোক নেশাগ্রস্ত হয়ে মারা গিয়েছেন, অনেকে মৃত্যুমুখে।

এদিকে আগামী বছরে সিবিডি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনার পরই বিশ্বজুড়ে চিকিৎসকদের গাঁজা ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে।

Bootstrap Image Preview