Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ভাইরাল হওয়ার নেশা ধরেছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ১৩ জুন ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


গোলাম মোস্তফা (দুঃখু)

বাতাসের মতো উড়ছে ভাইরাল, ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে।

ঘুমের মাঝে ভাইরাল, চোখের পাতা কেন বন্ধ থাকে।

লাশের সাথে সেলফি! ভাইরাল নেশা পাগল করেছে। বাবার লাশ পড়ে আছে, দুষ্টু ছেলে ভাইরাল নেশায় মেতেছে।

ক্ষমতা এখন হাতের মুঠোয়, ডিজিটাল নায়ক সবাই। বুঝার আগে শেষ করে দেয়, ভাইরালের নেশায়।

সকালের আলোতে নিজের দেখা, গল্প বলা ভাইরাল।

দেশ মেতেছে ভাইরালের নেশায়, সবাই দেখে মজা পায় ভাইরালের মেলা। ভাইরাল হয়েছে গান, হাজার হাজার ভিওয়ার চাই।

সবাই বলে ভাইরাল। ছেলে যখন ভাইরালের পিছনে, বাবা তখন নেশার জগতে।

ভাইরাল হওয়ার নেশা এখন, তরুণের মাঝে চলছে খেলা।

ভাইরাল হবে মাস্তানির ভিডিও, এলাকার লোকে দেখবে। ছেলে তো নয় বাপের বেটা, ভাইরাল হয়ে হয়েছে নেতা।

মাতাল ছেলে গাড়িতে চলে, রাস্তার পাশে মাতালের পাগলামি।

ভাইরাল জনগন দিলো মসলা, পাগলা হাসি দিলো কালো।

মামা আরেক টা দাও চলছে ভিডিও! ভাইরাল হবে সমাজ সেবক বলে, এমন করে চলছে ভাইরালের নেশা।

ভাইরালের নেশায় আইন করছে অমান্য, যখন খুশি মারছে মানুষ। ভাইরাল হওয়ার নেশায়!

Bootstrap Image Preview