Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নৈঃশব্দ্যে ঝরে যায় প্রেম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৮, ০২:২৯ PM
আপডেট: ১২ জুন ২০১৮, ০২:২৯ PM

bdmorning Image Preview


ফয়সাল হাবিব

বৃক্ষপত্র ঝরে দিনশেষে ঝড়ে হৃদয় ঝরে প্রেমে নৈঃশব্দ্যে প্রেম দোলা দিয়ে যায় বুকের গভীরে অাসে নেমে।

তুমি দূরে থাকো, দূরে চলে যাও তুমি প্রতিনিয়ত ভেতরে বাজো দেখা হয়না তোমার অামার, কথা হয়না কিছু শুধু দূরত্ব থাকে অাজও।

তবু একদিন তোমায় নুপূর পরাব রক্তলাল অালতা দেবো পায়ে, হাঁসনাহেনা গুঁজে দেবো মেঘকেশে তোমার ভালোবাসার সুবাস ছড়াব গায়ে।

দূর থেকে যে প্রেম টেনেছে কাছে কাছেতে হারাবার ভয় কাছেতে এলেই পাব না ভাবি দেহেতে বিষম ক্ষয়!

নৈঃশব্দ্যে ঝরে যায় প্রেম যেন ফুটন্ত পাঁপড়ির মতো ভেতরে বয়ে বেড়াই অামৃত্যু জ্বালা গোপনে গহীন ক্ষত!

Bootstrap Image Preview