Bootstrap Image Preview
ঢাকা, ২৬ বুধবার, সেপ্টেম্বার ২০১৮ | ১১ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আলো-অন্ধকার আর কালো মেঘ......

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৮, ০৮:১৫ PM আপডেট: ১৬ মে ২০১৮, ০৮:১৫ PM

bdmorning Image Preview


আল মামুন আলো আর অন্ধকারে খেলা যেন মেঘ হয়ে আকাশে ঘুরপাক খায়। আর এই খেলায় রক্তাক্ত কান্নাসিক্ত অশ্রু নাম মনে হয় বৃষ্টি ।। কখনোবা অজস্র স্রোতে আবার কখনো নিভুনিভু আলোর মত করে ঝরতে থাকে তার অশ্রু !! কি দরকার, অজস্র স্রোত ঝরানোর।  কি দরকার নিবুনিবু আলোর মতো দুচোখে ও অশ্রুতে শিখতে করায়।  হে আলো হে বৃষ্টি,  কেন দুইজন একাত্মতা ঘোষণা কর না একবার দেখনা নিস্তব্ধতার মতো বৃষ্টি ঝরিয়ে। পুরো পৃথিবী সৃষ্টিকূল তোমাদের কিভাবে গ্রহণ করে।
Bootstrap Image Preview