Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, ডিসেম্বার ২০১৮ | ১ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

আমি নাকি অটিজম মেয়ে (কবিতা)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৮, ০১:১১ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


গোলাম মোস্তফা

ফুলের মতো দেখতে আমি, লোকে বলে আমায়। দিনের আলো আমায় দেখে, অটিজম মেয়ের দলে।

আমার বড় ইচ্ছে করে, লাল শাড়ীর মাঝে। দেখবো আমায় লাল টিপে, আয়না মামার মাঝে।

আমি নাকি অটিজম মেয়ে, দেখতে পাগলীর মতো। এমন স্বপ্ন দেখতে নেই, অটিজম মেয়ে বলে।

এইতো আমি ভালো মামা, লোকে বলে আমায়। ঘরে লোকে বলে আমায়, আমি অটিজম মামা।

মায়ের পেটে যখন ছিলাম, আদর পেতাম পরম সুখে। পৃথিবীর আলো কেড়ে নিলো, আমার সুখের জমি।

আমাদের তোমরা ভালোবাসো, আমরা দিবো সুখের আকাশ দুখের সাগরের মাঝে।

কষ্ট হয় বলতে পারি না, এত মানুষের ভিড়ে। সকলে বলে আমরা পাগল, সমাজের বড় বোঝা।

ভালোবাসার চোখে  দেখ, আমরা কতো ভালো। একবার বলাতে কাজ করি, জীবন শক্তির মাঠে।

আমার বড় ইচ্ছে করে, বাবা ডাক শুনতে। তোমার মতো আমার পরাণ, একি সুর চায়। মা  ডাকে খুশি হবো, পৃথিবীর আলোর মাঝে।

অটিজম বলে স্বপ্ন গুলো, হারিয়ে গেলো অচেনা সুরের মাঝে।

এত আলোর মাঝে, সমাজের গল্প আমরা অটিজম মানুষের মিছিলে।

আলো দেখে বসে থাকি, নীরব কান্না নিয়ে। কাকে বলবো নিজের কষ্ট, আমরা বাঁচতে চাই সুন্দর পৃথিবীর মাঝে।

Bootstrap Image Preview