Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, ডিসেম্বার ২০১৮ | ১ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

জাগো বাংলা (কবিতা)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


গোলাম মোস্তফা

 

হে তরুণ তোমরা কোথায়

আমরা এসেছি জাগো বাংলা

তারুণ্যের গান নিয়ে।

 

আমরা নতুন করে স্বপ্ন দেখাই,

অসহায় মানুষের মাঝে।

ওরা বাঁচতে চায়,

ওরা খেতে চায়।

 

রাতের আঁধারে ঘুমোতে চায়

শান্তিময় মায়ের কোলে।

পেটের জ্বালা বড় জ্বালা,

চোখের পাতা এক হয় না

এক মুঠো ভাতের জন্য।

 

তোমরা আছো কোথায়

আমরা এসেছি জাগো বাংলা

ভাত মাছের ঝোল নিয়ে।

 

আমরা তরুণ, জাগো বাংলা

আমরা চুপ করে বসে থাকবো না।

নিজের জীবনের দাম দিয়ে,

খাবার তুলে দিবো মুখে ।

তোমরা এই বাংলার ছেলে-মেয়ে,

আমরা জাগি বাংলা হয়ে।

কি করে বসে থাকি ঘরে,

তোমাদের চোখের কান্না দেখে।

 

আমাদের তোমরা ক্ষমা করো,

সঠিক সময়ে আসতে পারিনি

তোমাদের ঘরের দ্বারে।

এনেছি ভাত মুখে তুলে নাও,

ক্ষমা করো আমাদের এই বাংলায়।

 

জাগো বাংলার তরুণ আমরা

স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই।

অন্ধকারে আলো,

জাগো বাংলার প্রাণের ধ্বনি।

Bootstrap Image Preview