আরিফ চৌধুরী শুভ।।
সবুজ ঘাসের কচি পাতায় জমছে ফোটা শিশির সকাল বেলার ঘুম ভাঙ্গিল পাখির কিচিরমিচির।
সরষে ফুলে হীম বাতাসি দোল খেলে যায় মাঠে বাংলা মায়ের এই অপরূপ কিনতে পাই কোন হাঁটে?
সরষে ফুলের হলুদ মেখে পল্লী মায়ের মুখ উজান টানা মাঝির গানে ছড়ায় প্রাণে সুখ।
ছয় ঋতুতে হাজার রকম ফুল পাখির মেলা পদ্মা মেঘনার জোয়ার ভাটা জল করে জল খেলা।
পাখি ডাকে কুসুম বাগে ময়না কথা বলে বাংলা মায়ের সন্তানে কি নির্ভয়ে পথ চলে?
বঙ্গমায়ের শরীর থেকে মুষ্টি মাটি নিয়ে করছি বরণ করছি স্মরণ শহীদ বেদি গিয়ে।
একাত্তরের রক্তেভেজা মাটি এর চেয়ে নেইতো কিছু খাঁটি আমরা যেন বীরের কথা বলি রক্তেভেজা মাটি ছুঁয়ে চলি।
মগবাজার ঢাকা।। তারিখঃ ১১/১১/২০১৪