Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁও একুশে বই মেলায় চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৭, ০৪:১২ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৭, ০৪:১২ PM

bdmorning Image Preview


রহিম শুভ, ঠাকুরগাঁও প্রতিনিধি-

ঠাকুরগাঁও একুশে বই মেলায় চারটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।

রবিবার জেলা প্রশাসন আয়োজিত তিন দিন ব্যাপী একুশের বই মেলায় শব্দশিল্প ঘর প্রকাশনী’র ব্যানারে ৪ টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার এবং কবি ফারহাত আহমেদের কাব্যগ্রন্থ ‘মানুষ’, গোলাম সারোয়ার সম্রাট এর কাব্য গ্রন্থ ‘দ্বিতীয় জন্ম’ আফরোজা পারভীন রিকা’র কাব্যগ্রন্থ, ‘অনুভবে অন্তলীন’ সরকার ফজলুল হকের উপন্যাস ‘রঙিলা মন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এ সময় এক আলোচনায় অংশ নেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, ইএসডি’র পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, সদর থানার ওসি মশিউর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview