Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

অশ্বগন্ধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০১৮, ১১:১৪ AM
আপডেট: ১০ আগস্ট ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


অশ্বগন্ধা

ফয়সাল হাবিব সানি

এই সেই ছেলেটি যেই ছেলেটি প্রত্যহ কোনো এক প্রেমিকার জন্য অপেক্ষা করে বুকের ভেতর নিঃশব্দে কী যে সাংঘাতিক ক্রমাগত ভীষণ অশ্রুপাত করতো! যেই ছেলেটিকে দেখে অামার কখনো প্রেমিক ছাড়া অন্য কিছু মনে হয়নি, যেই ছেলেটি তার সদ্য ফুটন্ত বুকে করে নিয়ে ঘুরতো একটি করে গন্ধসুলভ সবুজ অশ্বগন্ধা...

ছেলেটির অশ্বগন্ধা বুকে সেদিন অকস্মাৎ যেই মেয়েটি ঝাঁপিয়ে পড়েছিলো, অামি কখনো তাকে প্রেমিকা মনে করিনি কেননা প্রেমিকা হতে হলে অাগে অশ্বগন্ধাকে বুঝতে হয়, মেয়েটি বুঝেছিলো শুধু ছেলেটির মাংসাল বুক- টেনে-হিঁচড়ে পূরণ করতে চেয়েছিলো তার কাম-বাসনার উদাত্ত মোহ! মেয়েটির বুকের ভেতর কখনো অশ্বগন্ধা জন্মায় নি!

অামি ছেলেটিকে তাই মেয়েটির কাছ থেকে ব্যবচ্ছেদ করতেই অশ্বগন্ধাটি অামার বুকে এসে অাছড়ে পড়লো। তাহলে এটা তো `অশ্বগন্ধা' নয়, `ভালোবাসা'- ভালোবাসা কেবল প্রেমিকের বুকেই মানায়।

অামার ঈশ্বর জানতেন, প্রত্যেক প্রেমিকের বুকের ভেতর গর্ভজাত ভালোবাসা কামনারও ঊর্ধ্বে!

Bootstrap Image Preview