Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৬ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

প্রেমের অণুকাব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৮, ১০:২২ AM আপডেট: ১৩ এপ্রিল ২০১৮, ১০:৫১ AM

bdmorning Image Preview


ফয়সাল হাবিব সানি।।
১. শোনো মেয়ে, অামার এ জন্মে একটিমাত্র কিচ্ছে অাছে
তোমার বুকের মধ্যেখানে থাকবার খুব ইচ্ছে অাছে।
২. তুমি কি অামায় ভালোবাসো?
শোনো তবে ভালোবাসলে এবার অার গোলাপ নয়, হৃদয় নিয়ে অাসো।
২. তুমি ভাবছো ভুলেই গেছি, ভুলেই অাছি তোমাকে অামি- জল যেমন অনল ভুলে
তুমি অাছো অারও বুকের ভেতর, অারও ম্যাজিক সুখের ভেতর- তিরতির অসহ্য বিরহের কপাট খুলে!
৩. তোমায় ছাড়া কীভাবে অামি জন্মের কাছে জন্মের মতো বাঁচি!
তুমি হয়তো জানো-ও না বাঁচতে বাঁচতে বাঁচার ভানে ঠিকই মরে অাছি...
৪. প্রেম যেন টবে সারিবদ্ধ কিছু ফুলের মতো
এতো কাছে থেকেও তারা কখনো কাছে অাসতে পারেনি, ছুঁতে পারেনি একে অপরকে, মিলিত হতে পারেনি পরস্পর;
যুগ যুগান্তর অাশ্চর্য দূরত্বে থেকে পুড়েছে তাদের মিলনের অঙ্গার।
৫. অামায় তোমায় ছাড়া একলা লাগে, বুকের ভেতর মেঘলা লাগে, দৈন্য লাগে, শূন্য লাগে ভীষণ রকম
ভেতর ভেতর অসুখ জাগে, হাড়কাঁপুনি বিসুখ জাগে, ক্ষত বাড়ে মাংস বাড়ে অদ্ভুত গভীর কোথাও দারুণ জখম!
৬. তোমাকে কী প্রচণ্ডভাবে অামার ভেবেছি, জন্মান্ধ প্রেমান্ধ যুবকের মতো অামার চেয়েছি! ভেতরের অলৌকিক বেদনা পুঞ্জিত মহামারী রক্তস্রোতে তোমার রেখেছি খোঁজ
ভালোবাসা এভাবে কাঁদাতেও পারে! বুকের খাঁজের নিম্নতর বিস্ময় গর্ভে লালিত বিরহ প্রসবে জেনেছি রোজ...
৭. তোরা অামায় অপয়া বলিস! অলুক্ষুণে কি দেবো তোর নাম
প্রেম যদি সত্য, ধ্বংস তবে কাম।
৮.  অামার এমন কষ্ট হচ্ছে কেনো! মুক্তার বিরহে গুটিয়ে যাচ্ছি ঝিনুক
অামার কষ্টের অসুখ কেউ না দেখুক; অন্তত তোমার মন, তোমার ভেতর, তোমার বুকের ঘরের বারান্দা জানুক।
৯. ভালোবাসলে মানুষ বারবার মরে
ভালো না বাসলে মানুষ এককেন্দ্রিক কামনায় ঝরে!
১০. হৃদয় ভাঙ্গার গল্প ছাড়া মুখপোড়া অার কী বা অাছে তোর?
ভালোবাসা লুকিয়ে রাখুক, ডুবিয়ে রাখুক বুকের গ্রামে অবাধ্য রোদ বৃষ্টি ঝড়
Bootstrap Image Preview