Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, ডিসেম্বার ২০১৮ | ২৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পল্লীকবি জসীমউদ্দীন এর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৮, ১২:২৯ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৮, ১২:২৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক:

নানা আয়োজনের মধ্যদিয়ে ফরিদপুরে পালিত হয়েছে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪১তম মৃত্যুবার্ষিকী।

১৪মার্চ সকাল ৮টায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির বাড়ির আঙ্গিনায় তার কবরস্থানে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর কবির বাড়ির আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তাফা কামাল, কবির বড় পুত্র ড. জামিল আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পল্লী কবি জসীস উদ্দীন এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক প্রতাপ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৪ মার্চ কবি জসীমউদ্দীন ঢাকায় ইন্তেকাল করেন। তাকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে পৈত্রিক বাড়িতে তার প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।

Bootstrap Image Preview