Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নারীরা যে দশটি কথা কখনোই সত্য বলেন না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০১৮, ০৭:১০ PM আপডেট: ১২ মে ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

কমবেশি সবাই মিথ্যা বলেন। তা এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। তবে এসব ছোটখাট বিষয়েও নারীদের মিথ্যা বলার প্রবণতা তো রয়েছেই। পুরুষরা অবশ্য এ ক্ষেত্রে অনেকটাই স্বতন্ত্র।

আসুন জেনে নেই যে দশ ক্ষেত্রে মিথ্যা কথা নারীরা বেশি বলে থাকেন।

১. ওজন জানতে চাইলে তারা কখনোই সঠিক তথ্য দিবেন না।

২. অকারণে মিথ্যা বলে পুরুষদের বিভ্রান্ত করাও তাদের স্বভাব।

৩. বয়স জানতে চাওয়াই যেন অপরাধ। জানা গেলেও তার সত্যতা পাওয়া কঠিন।

৪. ‘শরীর নয়, মনই সব’- এ কথা অনেক নারীই বলে থাকেন।

৫. বান্ধবীর সঙ্গে স্বামী বা প্রেমিক নিয়ে ঠিক কী কথা হয়? কোনো দিনও সঠিক উত্তর পাবেন না।

৬. বান্ধবীর সঙ্গে কী বিষয়ে ফিসফাস হয়, জানতে চাইলে মিথ্যাই বলবেন।

৭. প্রাক্তন প্রেমিক বা স্বামী সম্পর্কে মিথ্যা অভিযোগও করতে শোনা যায়।

৮. ‘এক মিনিটেই রেডি হচ্ছি’- নারীদের বলা সবচেয়ে বড় মিথ্যা কথা বোধহয় এটিই।

৯. অফিসে বসে বা ফোনের ওপারে বান্ধবীর সঙ্গে আড্ডা চলছে। কিন্তু বলবে, ‘খুব বিজি’।

১০. পার্টিতে কার সঙ্গে কী হয়েছিল- এ প্রশ্নের উত্তরে কেউ সত্য বলবেন না।

Bootstrap Image Preview