Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

'কেউ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারলে পদত্যাগ করবো'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৮, ০১:৪২ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে পদত্যাগের জন্য অদ্ভুত এক যুক্তি দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, যদি কেউ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারেন তবে তিনি পদত্যাগ করবেন। আর এ ঘটনায় চটেছে রোমান ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশটির মানুষজন।

শুক্রবার নতুন এই বিতর্কের জন্ম দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট। এদিন তিনি ক্যাথলিক বিশ্বাসের মৌলিক কিছু ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছেন দুতের্তে, এরমধ্যে রয়েছে অরিজিনাল সিন ধারণাটি।

দুতের্তে বলেন, ঈশ্বর আছে তার যুক্তি কী? তিনি বলেছেন, যদি ‘কোনও একজন প্রত্যক্ষদর্শী’ প্রমাণ করতে পারে, এমনকি একটি ছবি দেখাতে পারে যে তারা ঈশ্বরের সঙ্গে দেখা করে কথা বলেছেন, তাহলে আমি তাৎক্ষণিক পদত্যাগ করবো।

এর আগে গত সপ্তাহে ঈশ্বরকে ‘বোকা’ বলে সমালোচিত হয়েছিলেন দুতের্তে। এমনকি সেসময়ও তিনি ‘অরিজিনাল সিন’ ধারণাকে ইঙ্গিত করে বলেন, আপনি এখনও জন্মগ্রহণ করেননি, তাও আপনি পাপী। এটা কী ধরনের ধর্ম। আমি এটা মেনে নিতে পারি না।

তবে দুতের্তের এসব মন্তব্যের কারণে তার প্রতি চটেছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্যাথলিক খ্রিষ্টানরা। এদিকে একজন ক্যাথলিক বিশপ তাকে ‘বিকারগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন।

Bootstrap Image Preview