Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ছিপে ধরা পরা কবুতরের মাথাওয়ালা মাছ; ইন্টারনেটে ভাইরাল (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৮, ০৯:৪৮ PM
আপডেট: ১৩ জুন ২০১৮, ১০:১০ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

সখের বসে মাছ ধরতেই পানিতে ছিপ ফেলেছিলেন ভদ্রলোক। কিন্তু তাতে যা উঠে এলো পাখি মাছ।

জানা যাচ্ছে, চীনের এক সৌখিন মৎস্যশিকারির ছিপেই উঠে এসেছে এই আশ্চর্য মাছ। মাছটির মুখের অংশ দেখতে অনেকটাই পাখির মতো। শুধু তাই, মাছটির ঠোঁটটাও অনেকটা পাখির ঠোঁটের মতো।

দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে ঘটনাটি ঘটেছে।

মাছটি প্রায় এক ফুট পর্যন্ত লম্বা ছিল। হঠাৎ এমন ভিন্ন প্রজাতির মাছ দেখে তারা ওই মাছের একটি ভিডিও ধারণ করে রাখেন। এরপর মাছটিকে তারা আর ধরে না রেখে পানিতেই ছেড়ে দেন।

এশিয়া ও উত্তর আমেরিকায় এই জাতীয় রুই অতি কমন। কিন্তু এমন মাথাওয়ালা মাছ কোথাও দেখা যায়নি বলেই দাবি প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের।

মাছটিকে ধরা হলেও একে মেরে ফেলা হয়নি বলেই খবরে প্রকাশ। পরে তাকে পানিতে ছেড়ে দেওয়া হয়।

https://youtu.be/v6BaVfL8TDc
Bootstrap Image Preview