Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, ডিসেম্বার ২০১৮ | ২৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

করাচিতে সন্ত্রাসী হামলায় নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৮, ১২:৩৩ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৮, ১২:৩৩ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। সিন্ধু রেঞ্জার্সের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে বুধবার স্থানীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, আধা-সামরিক বাহিনীর একটি রেঞ্জার্স দল মঙ্গলবার রাতে সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে লিয়ারি’স আলী মোহাম্মাদ মোল্লা এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় হামলার শিকার হয়।

এতে এক রেঞ্জার সদস্য নিহত ও অপর তিনজন আহত হয়। সেখানে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় চলাকালে এক সন্ত্রাসীও নিহত হয়। এ ঘটনার পর সেখানে নিরাপত্তা জোরদার করে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়।

Bootstrap Image Preview