Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ৩ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পরমানু ইস্যুতে আমেরিকা শর্ত দেয়ার মতো অবস্থায় নেই: ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ১৪ মার্চ ২০১৮, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার বিষয়ে শর্ত আরোপের মতো অবস্থায় নেই আমেরিকা।

পাকিস্তানে তিনদিনের সফরের সময় দেশটির জিও টিভির খ্যাতিমান সাংবাদিক হামিদ মীরের সঞ্চালনায় 'ক্যাপিটলি টক' অনুষ্ঠানে অংশ নেয়ার পর মঙ্গলবার নিজের টুইটার পেইজে জারিফ একথা বলেছেন।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে 'আনপ্রেডিক্টেবল' করে তুলেছেন এবং কোনো ব্যক্তির পক্ষে তার সাথে আলোচনায় বসাটা নির্ভরযোগ্য নয়।

ইরানি মন্ত্রী বলেন, কোনো চুক্তি যদি সংশ্লিষ্ট মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদকাল পর্যন্ত বহলা থাকে তাহলে কেউ হোয়াইট হাউজের সাথে চুক্তি করতে আগ্রহী হবে না।

ইরানের পরমাণু ইস্যুতে ২০১৫ সালে তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা সই হয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এ সমঝোতা বাতিল করার হুমকি দিচ্ছেন।

Bootstrap Image Preview