Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ২৬ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে পেটানোর কথা স্বীকার উগান্ডার এমপির, মিডিয়ায় তোলপাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৮, ০৮:০৮ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৮, ০৮:০৮ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি উগান্ডার গণমাধ্যমে দেশটির সাংসদ অনিসিমাস তুইনামাসিকোর আলোচনায় এসেছেন এক ভিন্ন উপায়ে। ‘প্রত্যেক পুরুষেরই স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার রয়েছে’ এ ধরণের বেফাঁস মন্তব্যের পর তীব্র নিন্দা জানানো শুরু হয় পুরো দেশজুড়ে।

পরবর্তীতে অবশ্য তার নিজের বক্তব্যেও জন্য ক্ষমাও চেয়েছেন দেশটির এ সংসদ সদস্য। ১৫ ৪৯ বছর বয়স্ক ৫ নারীর বিরুদ্ধে দেশটিতে নিজ গৃহে যৌন নির্যাতনের শিকারের প্রতিবেদন বের হলে এ মন্তব্যটি করেন এ সংসদ সদস্য। তুইনামাসিকোর এ ধরণের অস্বাভাবিক মন্তব্যের ফলে দেশটির গণমাধ্যমগুলো ক্ষোভে ফেটে পড়ে।

এসময় তাকে উদ্দেশ্য করে বিবিসিকে ‘সেন্টার ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন’এর( সিএফডিওভিআইপি) ডিয়ানা কাগেরে বলেন, ‘অপ্রীতিকর এ মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে তুইনামাসিকে।’ এছাড়াও তার এ মন্তব্যের ফলে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় ওঠে।

Bootstrap Image Preview