Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, ডিসেম্বার ২০১৮ | ৩ পৌষ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

অবৈধ প্রেমঃ স্বামীর গোপনাঙ্গ কেটে কমোডে ফেলে দিলেন স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৮, ০৫:০৫ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

স্বামীর অবৈধ প্রেমকে কেন্দ্র করে মহাকাণ্ড ঘটাল এক স্ত্রী। পরকীয়া মেনে নিতে না পেরে অবশেষে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী। শুধু এতেই ক্ষান্ত হননি সেই নারী। গোপনাঙ্গটি কেটে তা বাসার টয়লেটের কমোডে ফেলে দেন তিনি। এ সময় গুরুত্বর আহত অবস্থায় আহতকে একটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার ভারতের হিমাচল প্রদেশের যোগেন্দ্র নগরে এ ঘটনা ঘটে। দম্পতির দুটি  সন্তান আছে।

এ ঘটনার পর ওই নারীকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তি আজাদ সিংয়ের অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানিয়েছেন যোগেন্দ্র নগরের সহকারী পুলিশ কমিশনার সতেন্দ্র কুমার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আজাদ ঘুমিয়ে থাকা অবস্থায় সুকোয়ান্ত একটি লোহার দণ্ড দিয়ে আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে যান আজাদ সিং। সেই অবস্থাতেই একটি ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন সুকোয়ান্ত। এরপর সেটি তিনি টয়লেটের কমোডে ফেলে দেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আজাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এ ঘটনায় সুকোয়ান্তের বিরুদ্ধে থানায় মামলা করেছেন তার শ্বশুর।

Bootstrap Image Preview