Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, ডিসেম্বার ২০১৮ | ২৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘের প্রতি যুক্তরাষ্ট্রের আহবান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১১:৩০ AM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৮, ১১:৩০ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক ‘জাতিগত নিধন’ বিষয়ে চাপপ্রয়োগ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মঙ্গলবার সংস্থাটির নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলে ধরেন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো ‘জাতিগত নিধন’কে অব্যাহতভাবে অস্বীকার করার বিষয়টিকে ‘বাস্তবতাবর্জিত’ বলেও আখ্যা দেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিৎ মিয়ানমার নেতা অং সান সুচি’র কাছে এবিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া এবং দেশটিতে ঘটে চলা বীভৎস সব ঘটনা জনসম্মুখে প্রকাশে চাপপ্রয়োগ করা। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর গতবছরের আগস্ট মাসে শুরু হওয়া জাতিগত নিধনে বহু মানুষ হতাহত হয়। এরফলে, জাতিসংঘের হিসেবমতে ৬ লাখ ৯০হাজার রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে এসে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়।

নিকি হ্যালি বলেন, রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক বর্বর জাতিগত নিধন ঘটেনি বলে বিষয়টিকে প্রথম থেকেই উড়িয়ে দিচ্ছে দেশটির সরকার। তাই নিরাপত্তা পরিষদকে অবশ্যই এটা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে যেন কেউ তাদের অপরাধ অস্বীকার করে রেহাই না পায়। কেননা, এসব ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরার কাজটি বাধাগ্রস্ত করতে মিয়ানমার সেখানে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান, এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকেও ঢুকতে দিচ্ছে না।

এছাড়া, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো নির্যাতনের খবর সংগ্রহে নিযুক্ত বার্তাসংস্থা রয়টার্স’র দুই প্রতিবেদককে অতি দ্রুত মুক্তি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান নিকি হ্যালি।

Bootstrap Image Preview