Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মায়ের মৃত্যুর ১০ দিন পর জন্ম নিল শিশু!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৮, ১২:২৯ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৮, ১২:২৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

মায়ের মৃত্যুর ১০ দিন পর জন্ম নিয়েছে এক শিশু। তবে ভূমিষ্ঠ হওয়া সন্তানও মৃত। মৃত্যুর আগে ওই নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।গত শনিবার দক্ষিণ আফ্রিকায় এ ঘটনা ঘটেছে।

৩৩ বছর বয়সী নম্ভেলোসি নামের এক নারীর মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি 'ফিউনেরাল হাউস'এ রাখা হয়। ১০ দিন পর সেখানকার কর্মীরা ওই নারীর মরদেহে বাক্সের মধ্যে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে দেখতে পায়।

লিন্দোকুলে নামের ওই ফিউনেরাল হাউসের মালিক ফান্ডিল মাকালানা বলেন, আমরা খুবই কষ্ট পেয়েছি এবং ভয়ও পেয়েছিলাম। আমি ওই সন্তানের গায়ে হাত দেয়নি। এমনকি ছেলে না মেয়ে তা-ও দেখিনি।

নম্ভেলোসির মা মান্দাজালা বলেন, আমাদের মেয়ের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। আমি এমনিতেই আমার মেয়ের মৃত্যুতে কষ্টে আছি। এরপর যখন তার মৃত সন্তান প্রসবের খবর শুনি তখন আমি কষ্টে কুঁকড়ে যাই।

Bootstrap Image Preview