Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

মোবাইলে মিসাইল হামলার বার্তা, আতঙ্ক যুক্তরাষ্ট্রে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৮, ০১:৪৯ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৮, ০১:৪৯ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক-

যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে জনগণের মোবাইল ফোনে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের সতর্কবার্তা পাঠানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার সতর্কবার্তাটি পাওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিবিসি জানিয়েছে, ওই বার্তাটিতে লেখা ছিল, ‘হাওয়াই প্রদেশে ব্যালিস্টিক মিসাইল আক্রমণের শিকার হতে পারে। দ্রুত নিরাপদ আশ্রয়ে যান। এটা কোনো মহড়া নয়।’

কিন্তু শিফট পরিবর্তনের সময় ভুল বাটন চেপে ওই সতর্কবার্তাটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগ।বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে এর জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন হাওয়াইর গভর্নর।

তবে মার্কিন প্রশাসন বলছে, তারা এর পূর্ণ তদন্ত করবে।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশটি ঘোষণা দিয়েছে, তাদের কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

Bootstrap Image Preview