Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, ডিসেম্বার ২০১৮ | ২৭ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার আছে: হোয়াইট হাউজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ১০:৫৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’ আছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের ডাক্তার রনি জ্যাকসন। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার পর এই মন্তব্য করলেন তিনি। খবর সিএনএনের।  সংক্ষিপ্ত এক বিবৃতিতে জ্যাকসন বলেছেন, ওয়াল্টার রিডে ন্যাশনাল মিলিটারি মেডিকেল হাসপাতালে প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা খুব ভালোভাবেই শেষ হয়েছে। তার স্বাস্থ্য চমৎকার আছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানাবো। গেলো বছর ক্ষমতা গ্রহণের পর এটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম প্রকাশ্য স্বাস্থ্য পরীক্ষা। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। তবে শুক্রবারের ওই শারীরিক পরীক্ষায় মানসিক ফিটনেসের বিষয়টি রাখা হয়নি। আগামী সপ্তাহে ওই রিপোর্ট প্রকাশ করা হবে। ৭১ বছর বয়সী ট্রাম্প পরে এ বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করবেন। পরে জ্যাকসন ওই রিপোর্ট নিয়ে আরো বিস্তারিত জানাবেন
Bootstrap Image Preview