Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

১০ তলা পানির ট্যাংক থেকে ঝাঁপ দিয়েও জীবিত যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ০৯:১৮ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ০৯:১৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

কাজ হারিয়ে একেদম হতাশ হয়ে পড়েছিলেন। অভাবের পাশাপাশি বাড়িতে ছিল নিত্য অশান্তি। তাই বাধ্য হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কিন্তু দশতলার সমান উঁচু পানির ট্যাংকির ওপর থেকে মরণঝাঁপ দিয়েও দিব্যি বেঁচে গেলেন।

ভারতের তামিলনাড়ুর নামাক্কল জেলার ঘটনা। সেই যুবকের নাম প্রাভু। সে সময় নীচে দাঁড়িয়ে তখন রূদ্ধশ্বাস নাটক দেখছেন বহু মানুষ। প্রাভুর কাছে যেতেই আরও হতবাক তাঁরা। অত ওপর থেকে পড়েও গায়ে একটা আঁচড়ও পড়েনি বছর ছাব্বিশের এই তাঁত শ্রমিকের।

তবে প্রাণে বেঁচে খুশি নন, আক্ষেপে কান্না প্রভুর। পরে পুলিশ জানতে পারে, মত্ত অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছে প্রাভু। মত্ত না থাকলে এরকম করতেন কিনা অবশ্য জানা যায়নি।

Bootstrap Image Preview