Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, অক্টোবার ২০১৮ | ৫ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সৌদি সেনা ক্যাম্পে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৮, ০২:১০ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৮, ০২:১০ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হাউথি আনসারুল্লা যোদ্ধারা সৌদি সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবারে এক ঘোষণায় হাউথি যোদ্ধারা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সৌদি সীমান্তের নারজান প্রদেশে কাহার এম-২ নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর আগে ওই প্রদেশে বুধবার সৌদি বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়ে তা নিজেদের দখলে নেয় তারা। তবে এই হামলার পর এখনো সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর পক্ষ কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরু হওয়ার পর সৌদি রাজ্যের ভিতরে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথি যোদ্ধারা।
Bootstrap Image Preview