Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছিল যেভাবে (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৭, ০৭:৪৮ PM আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। যার নামের সঙ্গে মিশে আছে ইতিহাস। উত্থান ও পতন- জীবনের দুটি দিকেই চূড়ান্ত বিন্দুতে পৌঁছানো ‘সৌভাগ্যবান’ এই মানুষটি। একটা সময় তিনি ছিলেন ইরাকের সর্বময় ক্ষমতার অধিকারী। এক নাগাড়ে প্রবল প্রতাপে দেশ শাসন করেছেন প্রায় চার দশক। ২০০৩ সালের ইঙ্গ-মার্কিন বাহিনী ইরাক দখলের পর তিনি ক্ষমতাচ্যুত হন। পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয়।

সম্প্রতি তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের ভিডিওটি ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ক্ষমতাধর এই মানুষটির পুরো নাম সাদ্দাম হোসেন আবদুল মাজিদ আল তিকরিতি। তিনি ১৯৩৭ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৬ জুলাই ১৯৭৯ সালের ১৬ জুলাই ইরাকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আরোহন করেন। আর চার দশক পর তার পতন হয় ২০০৩ সালের ৯ এপ্রিল।

ইরাকের শিয়া সম্প্রদায়ের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মৃত্যুদন্ডে দন্ডিত হন সাদ্দাম হোসেন।  প্রায় তিন বছর বিচারকার্য চলার পর ২০০৬ সালের ৫ই নভেম্বর ইরাকের আদালত ৮০’র দশকে বাগদাদের উত্তরে দুজাইল গ্রামে ১৪৮ জন ইরাকীকে হত্যার দায়ে সাদ্দামকে মৃত্যুদন্ড দেয়। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হয়।

ভিডিও-

https://youtu.be/UDfn-a2hNZ4
Bootstrap Image Preview