Bootstrap Image Preview
ঢাকা, ২১ শুক্রবার, সেপ্টেম্বার ২০১৮ | ৫ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বন্যায় ডুবে যাচ্ছে মিয়ানমার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৭, ০৪:৫৫ PM আপডেট: ২০ অক্টোবর ২০১৭, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্ক-

মিয়ানমারে বন্যায় ডুবে যাচ্ছে একের পর এক গ্রাম। ইতিমধ্যে দেশটির সেদাওগি বাঁধ ভেঙে ভেসে গেছে প্রায় ৫০টি গ্রাম। ফসলের মাঠের বিপুল ক্ষতি হয়েছে।

সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসের খবরে জানানো হয় এসব তথ্য। জানা যায়, ২০১০ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে এক হাজার ৭০০ একরের ওপর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তীব্র সংকটে পড়েছে ওই এলাকার ৫৮০ জন কৃষক ও এক হাজার ৩০০ জন মানুষ।

এদিকে গত ১৪ অক্টোবর মিয়ানমারের মান্দালয় অঞ্চলের মাদায়া শহরে ওই বাঁধ ভেঙে যায়।গত কয়েক বছর ধরে মিয়ানমারের এই অঞ্চলে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে বন্যা আক্রান্ত এলাকার বাসিন্দা উ থান হ্লাইং জানান, পানি ধীরে ধীরে বাড়ছে। বন্যায় আটকে পড়া গ্রামগুলোর বাসিন্দারা কোথাও যেতে পারছে না। এমনকি পানের বরজগুলোতেও কেউ যেতে পারছে না। এ ছাড়া পানিতে ডুবেছে কলা, শিম ও অন্যান্য ক্ষেত।

কো জাউ জাউ নামের আরেক গ্রামবাসী বলেন, ‘গ্রামবাসী পানসহ বিভিন্ন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে। তৃতীয়বারের মতো বন্যায় ফসলি জমিগুলো ডুবে গেছে। পানের প্রায় অর্ধেক বরজ ডুবে গেছে। রাস্তাগুলোও নতুনভাবে তৈরি করতে হবে।’

Bootstrap Image Preview