Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ৩০ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

গত বছরের তুলনায় শিশু সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষায় বরাদ্দ বেড়েছে ২০.২ শতাংশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ১২ জুন ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview


মেরিনা মিতু।।

শিশু বাজেটের অন্তর্ভুক্ত ১৫টি মন্ত্রণালয়ে এবার শিশুদের জন্য ৬৫,৬৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা জাতীয় বাজেটের ১৪.১ শতাংশ (জিডিপির ২.৬ শতাংশ)। ‍

আজ মঙ্গলবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এ  উপল্লক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘সেভ দ্য চিল্ড্রেন’ এ তথ্য জানান।

গত বছরেরে তুলনায় সরকারের সামাজিক সুরক্ষা বলয়ে কার্যক্রমে বরাদ্দ সমগ্র বাজেটের অংশ হিসেবে কমেছে। তবে শিশু সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা বলয়ে বরাদ্দ বেড়েছে ২০.২ শতাংশ। বিশেষ করে এ খাতে প্রতিবন্ধী শিশুদের জন্য ২৩০.৩ শতাংশ অর্থ বরাদ্দ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা বলয় কর্মসূচীতে শিশুদের জন্য বরাদ্দ বাড়ানো প্রশংসনীয় বলে গতকাল এক সংবাদ সম্মেলনে সেভ দ্য চিল্ড্রেন মতামত প্রকাশ করে।

Bootstrap Image Preview