Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, নভেম্বার ২০১৮ | ১ অগ্রহায়ণ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ফের চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন শাওন !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৮, ১০:৫৩ AM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৮, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

মেহের আফরোজ শাওন। অভিনয়ের পাশাপাশি গানের ভূবনেও রয়েছে তার বিচরণ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর তালিকায় সেরা কণ্ঠশিল্পী হয়েছেন তিনি। নিজের পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’-এ কণ্ঠ দিয়েছিলেন শাওন। ফের চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন এই তারকা।

সঞ্চালক-অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘পাপ কাহিনি’ সিনেমায় শাওনের কণ্ঠ শোনা যাবে। ‘আহারে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন জয়। সংগীত পরিচালনা করেছেন শান। গত শুক্রবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি স্টুডিওতে কণ্ঠ দেন এ জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা-কণ্ঠশিল্পী।

এ প্রসঙ্গে শাওন বলেন, 'গানটির কথা-সুর পছন্দ হয়েছে। তাই না বলতে পারিনি।'

পরিচালনার পাশাপাশি ‘পাপ কাহিনি’র গল্পও লিখেছেন শাহরিয়ার নাজিম জয়। চলচ্চিত্র জগতের কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমাটি। প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা, তমা মির্জা, ইমন ও আনিসুর রহমান মিলন।

Bootstrap Image Preview