Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৮ | ৩ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ফ্যাশন চোরের খেতাব পেলেন দীপিকা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৮, ০২:৫৭ PM
আপডেট: ২১ মে ২০১৮, ০২:৫৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

৭১তম কান চলচ্চিত্র উৎসবে ফ্রান্স রিভারিয়ার তীরে সোনালি রঙের গাউন পরে ফটোশুট করেছিলেন  দীপিকা। তেমনি এক পোশাক পরে ২০১৬ সালের সেপ্টেম্বরে ভোগ ম্যাগাজিনে ফটোশ্যুট করেছিলেন মার্কিন গায়িকা রিহানা। শুধু দুটি পোশাকের দৈর্ঘ্যে রয়েছে অল্প-বিস্তার পার্থক্য।

কান উৎসবের তৃতীয় দিনে গোল্ডেন শিমার গাউনে লাল সরণীতে আবেদনে ছড়িয়ে ছিলেন দীপিকা। তার রূপে-স্টাইলে মুগ্ধ হয় গোটা দুনিয়া। কিন্তু মুহূর্তের মধ্যে প্রশংসা বদলে যায় নিন্দায়। দীপিকাকে দেয়া হয় চোরের খেতাব।

কেন্ডাল জেনার যে পোশাক পরে ফটোশুট করেন, তার হুবহু একই গাউন পরে এ বছর কান চলচ্চিত্র উৎসবে হাজির হন ডাচ ফ্যাশন মডেল রোমি স্ট্রিজড। তবে দীপিকার পোশাকের পার্থক্য বলতে শুধু রঙের। তবে এতে কোন দোষ ছিল না দীপিকার। আসলে দুজনের এই পোশাকটি ডিজাইন করেছেন তালির ড্রেস মেকার ও ফ্যাশন ডিজাইনার আলবার্টা ফেরেট্টি।

উল্লেখ্য, নকলের অভিযোগ উপেক্ষা করে, কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন পোশাকে উজ্জ্বল ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

Bootstrap Image Preview