Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, সেপ্টেম্বার ২০১৮ | ৭ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

একটি অ্যাকশন দৃশ্যের খরচ ৯০ কোটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ১২:১৮ PM আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাস প্রথমবারের মতো বলিউড সিনেমায় অভিনয় করছেন। বাহুবলির চেয়েও বেশি বাজেটের ‘সাহো’ শিরোনামের এই ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রদ্ধা কাপুর। ছবির একটি অ্যাকশন দৃশ্যেই খরচ হয়েছে ৯০ কোটি রুপি।

জানা যায়, অ্যাকশনধর্মী ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনার জন্য হলিউডের অ্যাকশন এক্সপার্ট কেনি বেটসকে আনা হয়। আর তার ইচ্ছা অনুযায়ীই শুটিং চলছে দুবাই ও রোমানিয়ায়। একটু বাস্তবধর্মী অ্যাকশন দেখাতে একটি দৃশ্যেই ১৭টি গাড়ি, ৫টি ট্রাক ও একটি হেলিকপ্টার ভাঙ্গা হয়েছে। আর এইসব স্টান্টের জন্য সর্বমোট ব্যয় হয়েছে ৯০ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০৯ কোটি টাকা।

উল্লেখ্য, ইতোমধ্যেই ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Bootstrap Image Preview