Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

নায়িকা হওয়ার অযোগ্য মাধুরী দীক্ষিত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৮, ০২:৫৭ PM
আপডেট: ১০ আগস্ট ২০১৮, ০২:৫৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

বলিউডের হার্টথ্রব নায়িকাদের মধ্যে অন্যতম মাধুরী দীক্ষিত। অভিনয়ের পাশাপাশি ডান্স কুইন হিসেবেও খ্যাতি রয়েছে তার। অথচ ক্যারিয়ারের শুরুতে খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে এসেছেন নায়িকা। সে সময়ের পরিচালকদের চোখে তিনি ছিলেন নায়িকা হওয়ার অযোগ্য।

আশির দশকে 'আবোধ' সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন মাধুরী। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই তার প্রথম ছবি। নতুন মুখ মাধুরী প্রথম সিনেমাতে বাতিলের খাতায় চলে যাওয়ায় তার ক্যারিয়ার পড়ে যায় শঙ্কার মুখে।

দীর্ঘসময় হতাশার মাঝে কাটিয়েছেন তিনি। কেননা অডিশনে মাধুরী নায়িকা হবার অযোগ্য বলে মনে করে অপমানই করেছেন সে সময়ের নির্মাতারা। নাচ আর অভিনয়ের জন্য তীব্র নেশা নিয়ে মাধুরী বিষণ্ণতার ভেতর থেকে চেষ্টা চালিয়েছেন আরও চার বছর। ১৯৮৮ সালে 'তেজাব' সিনেমাটি মুক্তির পর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

Bootstrap Image Preview