Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

‘অভিমান খুনসুটি’তে আটকে আছে সজল-প্রভার ডিভোর্স !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ২৮ জুন ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

ছোট পর্দার প্রিয় দুটি মুখ আব্দুন নূর সজল ও সাদিয়া জাহান প্রভা। তাদের কেমিস্ট্রি অনেক আগেই দর্শক হৃদয় জয় করেছে। ফের ‘অভিমান খুনসুটি’ শিরোনামের নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন তারা।

নাটকের গল্পে দেখা যাবে, বিয়ের আগে সজল ও প্রভা বন্ধু ছিলো। একই সঙ্গে পড়াশোনা করত তারা। বন্ধুত্ব থাকলেও তাদের মধ্যে প্রেম হয়নি। ঘটনাচক্রে সজল-প্রভার বিয়ে হয়।

বিয়ের একদিন পর থেকে তাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। প্রভার পোষা একটা বিড়াল থাকে। সারাক্ষণ সেই বিড়ালকে আদর করতে থাকে প্রভা। আর এটাই সহ্য হয় না সজলের। বিড়ালকে ফেলে দেয়ার অনেক ফন্দি করে সে।

সজল ও প্রভার মাঝে প্রতিদিনই খুনশুটি তৈরি হয়। প্রতিদিন তারা দু’জন দু’জনাকে ডিভোর্স দেয়ার কথা বলে। প্রতিদিন ডিভোর্স দেয়ার জন্য বের হয়। কিন্তু রাস্তায় একেক দিন একেক ঘটনা ঘটে।

নাইস নূরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন তপু খান। এতে শুভ চরিত্রে অভিনয় করেছেন সজল এবং প্রিয়ন্তী রূপে হাজির হয়েছেন প্রভা। আগামী শুক্রবার (২৯ জুন) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

Bootstrap Image Preview