Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

পাদুকা জোড়া ও নীল তোয়ালের পর এবার 'মাহিনের লাল ডায়েরি'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ১৩ জুন ২০১৮, ০৫:০৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-  পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশিয় টেলিভিশনগুলোতে প্রতিবারের মত এবারও বেশ কয়েকটি নাটক প্রচারিত হবে। আর তার মধ্যে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘মাহিনের লাল ডায়েরি’ নাটকটি প্রচারিত হবে। প্রসঙ্গত, ‘মাহিনের লাল ডায়েরি’ নাটকে অভিনয় করছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা। এর আগে ঈদে আরটিভিতে প্রচার হয়েছিল মোশাররফ করিম অভিনীত 'মাহিনের পাদুকা জোড়া’ ও ‘মাহিনের নীল তোয়ালে’ । খণ্ড নাটক দুটি প্রচারের পর নাটকটি বেশ সাড়া জাগায়। এবার তারই  ধারাবাহিকতায় খণ্ড হিসেবে আসছে ‘মাহিনের লাল ডায়েরি’। পরিচালক সাগর জাহান নাটকের প্রসঙ্গে বলেন, মাহিন কক্সবাজার একটি ব্যাংকে চাকরি করেন। মাহিন কলকাতার দিদার সাহেবের বিয়ে ঠিক করেছে তার ব্যাংকের কলিগ ইতির সাথে। সেই সুবাদে রোদেলা, মেঘলা, রিয়াসহ অনেকেই কক্সবাজার আসে। এবার রোদেলা মাহিনের প্রতি অনেকটাই দুর্বল। এভাবেই চলতে  থাকে নানা ধরনের মজার মজার ঘটনা। নাটকটিকে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ, আ খ ম হাসান, সালহা খানম নাদিয়া, এ কে আজাদ, রোবেনা রেজা জুঁই প্রমুখ। নাটকটি ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত রাত ৯টা ৪৫ মিনিটে ‘মাহিনের লাল ডায়েরি’ প্রচার করা হবে।
Bootstrap Image Preview