Bootstrap Image Preview
ঢাকা, ২৬ বুধবার, সেপ্টেম্বার ২০১৮ | ১১ আশ্বিন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

সুবর্ণার চিত্রনাট্যে সৌদের গল্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৮, ০৪:১৪ PM আপডেট: ১৫ মে ২০১৮, ০৪:১৪ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

প্রিয় দম্পতি বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা। আসছে ঈদ উপলক্ষে স্বামীর একটি গল্প নিয়ে নাটকের চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয়ও করছেন তিনি।

এ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘যার অভিনয় দেখে বড় হয়েছি, তার লেখা চিত্রনাট্যে এখন নাটক নির্মাণ করছি। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য।’

অন্যদিকে সুবর্ণা মুস্তাফা বলেন, 'লেখালেখির অভ্যাস আমার অনেক পুরনো। অনেক দিন পর চয়নিকা চৌধুরীর নাটকের জন্য চিত্রনাট্য লিখলাম। নাটকে সম্পর্কের গল্প দেখানো হবে। সারা বছর অভিনয় কম করলেও ঈদ উৎসবে পছন্দের নাটকগুলো করি।'

নাটকের নাম ‘কোন এক বরষায়’। এতে সুবর্ণার বিপরীতে রয়েছেন তারিক আনাম খান। আরও আছেন ডলি জহুর। আসছে রোজার ঈদে নাটকটি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচার হওয়ার কথা রয়েছে। এছাড়াও ঈদের জন্য সুবর্ণা মুস্তাফার হাতে রয়েছে বেশ কিছু নাটকের কাজ। সেগুলো হলো- বদরুল আনাম সৌদের ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’, আরিফ খানের ‘নুরুল আলমের বিয়ে’, চয়নিকা চৌধুরীর ‘একদিন খুঁজেছিনু যারে’, ও ‘পরশ পাথর’।

Bootstrap Image Preview