Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য প্রাণে বাঁচলেন হেমা মালিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৮, ০১:৪৩ PM
আপডেট: ১৫ মে ২০১৮, ০১:৪৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। প্রতিবারই অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরছেন তিনি। ফের এক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এই অভিনেত্রী।

গেলো রবিবার (১৩ মে) ভারতের উত্তরপ্রদেশে ঝড়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের মথুরায় সেই ঝড়ের কবলে পড়েছিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী। শুধু তাই নয়, তাঁর কনভয় একটুর জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।

জানা যায়, মথুরায় এক জনসভায় উপস্থিত হয়েছিলেন হেমা মালিনী। কিন্তু সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই দুর্যোগ শুরু হয়ে যায়। তাই মাঝপথেই সেখান থেকে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। মথুরা থেকে তাঁর গাড়ি বহর বেরোনোর কিছুক্ষণ পরেই হঠাৎই সামনে একটি গাছ ভেঙে পড়ে। একটুর জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় অভিনেত্রীর গাড়ি। চালকের অসামান্য দক্ষতায় প্রাণে রক্ষা পান হেমা। এরপর সেই গাছ রাস্তা থেকে সরানো হয়। তারপর গাড়িবহর গন্তব্যে ফেরে।

Bootstrap Image Preview