Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

স্বামী যেন বাবার মত না হয় !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৮, ১২:৩২ PM
আপডেট: ০৪ মে ২০১৮, ১২:৩২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

আগামী ৮ মে সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে। এরইমধ্যে বিয়ের সকল প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিয়ে নিয়ে উচ্ছ্বসিত সকলেই। তবে বিয়ে নিয়ে ভয়ে আছেন সোনম।

পোশাক থেকে সাজগোজ, সবই নিখুঁত যাতে হয় সেদিকেই নজর সোনমের। তবে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে নিয়ে নিজের ভয়ের কথা জানিয়েছেন সোনম৷

অনেক মেয়েই ভেবে থাকেন, তার স্বামী যেন হন একেবারে বাবার অবিকল ৷ কিন্তু সোনম একেবারেই এ ব্যাপারটা চান না ৷ বরং সোনম জানিয়েছেন, তিনি ভয় পান তাঁর স্বামী যেন বাবা অনিলের মতো না হয়।

Bootstrap Image Preview