Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

গৌরব ও দেবলীনার প্রেমে নেই কোনো লুকোচুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৮, ০২:৩৪ PM
আপডেট: ০৩ মে ২০১৮, ০২:৩৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

রাজ শুভশ্রীর বিয়ের পর এবার  গৌরব চট্টোপাধ্যায় আর দেবলীনার প্রেমও চলে আসলো আলোচনায় । তবে উত্তম কুমারের নাতি গৌরবের সঙ্গে দেবলীনার প্রেম অনেক দিনের। তবে এবার আর লুকোচুরি নেই, তাঁদের প্রেমে। প্রেমের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই।

গৌরব ও দেবলীনা তাঁদের প্রেমকে উস্কে দিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়ায়। কিছুদিন আগেই বেড়াতে গিয়ে একটি ঘনিষ্ঠ মুহুর্তের ছবি পোস্ট করেন গৌরব ও দেবলীনা। তা নিয়ে সরগরম হয়য় টলিউডের অলি গলি।

গৌরব সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ বেশি থাকেন । দেবলীনাকে  সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ খুব কমই দেখা যায়।

তাদের একসাথে তোলা ছবি পোস্ট করেন গৌরব ইন্সটাগ্রামে। কিছুদিন আগে একটি চায়ের দোকানে বসেও দেবলীনার সঙ্গে তাঁর ছবি পোস্ট করেন গৌরব। আর নতুন ছবিতে তো এক্কেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন গৌরব- আনিন্দিতা।

গৌরবের সাবেক স্ত্রী অনিন্দিতা বসুর সঙ্গে এই মুহুর্তে সম্পর্ক রয়েছে সৌরভ দাসের। যাঁরাও নিজেদের সম্পর্ক নিয়েও কোনও লুকোছাপা রাখছেন না।

Bootstrap Image Preview