Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

বিপাশার ‘পাপ কাহিনি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৮, ১২:৪৭ PM
আপডেট: ০২ মে ২০১৮, ১২:৪৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

ঢাকাই সিনেমার সেরা আইটেম কন্যা বিপাশা কবির। সম্প্রতি আরেকটি ছবিতে চুক্তি বদ্ধ হলেন তিনি। জানা গেল শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘পাপ কাহিনি’ সিনেমায় তার অভিনয়ের কথা। এতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন তিনি।

বিপাশা কবির বলেন, ‘পাপ কাহিনি’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করব। আমার চরিত্রটি স্ট্রাগল করা একজন নায়িকার চরিত্র। তা ছাড়াও এতে আমার একটি গানও রয়েছে। আজ (২ মে) থেকে সিনেমাটির আমার ভাগের শুটিং শুরু হবে।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, সোহানা সাবা, ইমন, তমা মির্জা। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন শাহরিয়ার নাজিম জয়।

লাক্স তারকা বিপাশা কবিরের ইতোমধ্যে চলচ্চিত্রে নায়িকা হিসেবে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। এখন তিনি নায়িকা হিসেবেই চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। এর আগে বিপাশা নিয়মিত চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করেছেন। আইটেম গানে পারফর্ম করেও দর্শক মাতিয়েছেন তিনি।

Bootstrap Image Preview