Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, অক্টোবার ২০১৮ | ১ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ঘুমের মধ্য আমাকে ধর্ষণ করা হয়ঃ এমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৮, ০৩:৩২ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৮, ০৩:৩২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

কয়েকমাস ধরে যৌন হেনস্তা ও ধর্ষণ নিয়ে একের পর এক মুখ খুলছেন নামি-দামী অভিনেত্রীরা। হলিউডের #MeToo ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা সামনে এসে মুখ খুলছেন। খোলাসা করছেন অনেকের নাম, অনেক প্রযোজক, পরিচালকের বিরুদ্ধেও উঠে আসছে যৌন হেনস্তার অভিযোগ।

সম্প্রতি প্রকাশ্যে এল হলিউড অভিনেত্রী এমি শুমারের ভয়াবহ যৌন হেনস্থার ঘটনা। ঘটনাটি নিয়ে মুখ খুললেন তিনি নিজেই।

এমি বলেন, আমি তখন ঘুমাচ্ছিলেন। সেই সময় আমাকে ধর্ষণ করা হয়েছিল। আমার অনুমতি না নিয়েই যৌন সম্পর্কে করা হয়েছিল। সেই মুহুর্তেই আমি আমার ভার্জিনিটি হারাই। আর যিনি আমাকে ধর্ষণ করেছিলেন তিনি ছিলেন আমার প্রাক্তন প্রেমিক।

অপরাহ উইনফ্রের একটি টক শোতে এসে এই ঘটনার কথা খুলে বলেন এমি। তিনি এবং তার প্রেমিক একই বাড়িতে ছিলেন। তিনি ঘুমাতেই এ ঘটনা ঘটে। পরবর্তীতে সেই প্রেমিকের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন এমি।

Bootstrap Image Preview