Bootstrap Image Preview
ঢাকা, ২২ সোমবার, অক্টোবার ২০১৮ | ৭ কার্তিক ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

প্রিভিউ কমিটির অনুমতি পেল 'সুলতান: দ্য সেভিওর'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৮, ১২:৫২ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৮, ১২:৫২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

যৌথ প্রযোজনার ছবি হিসেবে প্রিভিউ কমিটির অনুমতি পেয়েছে বিদ্যা সিনহা মিম ও জিৎ'এর ছবি 'সুলতান: দ্য সেভিওর'। বাংলাদেশ থেকে ছবির প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতা থেকে জিৎ’স ফিল্ম ওয়ার্কস। সব ঠিক থাকলে রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার জানান, গত মঙ্গলবার (২৪ এপ্রিল) প্রিভিউ কমিটি থেকে 'সুলতান: দ্য সেভিওর' ছবিটির শুটিংয়ের অনুমতি দেয়া হয়েছে।

'সুলতান: দ্য সেভিওর' ছবিটি পরিচালনা করছে কলকাতার পরিচালক রাজা চন্দ। সম্প্রতি ছবির 'মাশা আল্লাহ' শিরোনামের একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। ছবিতে জিৎ'র প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে।

ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।

Bootstrap Image Preview